কাবুলে দূতাবাস চালু থাকবে: ইরান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাবুলে দূতাবাস চালু থাকবে: ইরান


 

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে তাদের দূতাবাস সম্পূর্ণ খোলা রয়েছে এবং পুরোদমে সেখানে কাজ চলছে। দেশটির বার্তাসংস্থা ইসনাকে দেয়া সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এ তথ্য জানান। বলেন, শুধু রাশিয়া, চীন বা পাকিস্তান নয়, ইরানের দূতাবাস কার্যক্রম পুরোদমে চালু রয়েছে। তিনি জানান, শুধু রাজধানী কাবুল নয়, হেরাতের কূটনৈতিক অফিসও চালু রয়েছে। তবে বিবিসি জানিয়েছে, ইরান দেশটিতে অবস্থিত ৫টি কনস্যুলেটের মধ্যে ৩টি গুটিয়ে নিয়েছে।  আর কয়েকজন কূটনীতিকিকে আগেই ইরানে ডেকে নেয়া হয়েছে।


এরআগে গতকাল চীন ও রাশিয়া জানিয়েছিল, কাবুলে দূতাবাস বন্ধের কোনো ইচ্ছা তাদের নেই। তবে ঘরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, তাদের আফগানিস্তান ত্যাগের কোনো পরিকল্পনা নেই। 

কোন মন্তব্য নেই