২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবেঃ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল
দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি গ্রহণ করা হবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ‘স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামি ২২ আগস্ট হতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট ফৌজদারী মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারী মোশন বেঞ্চ শুনানীর সময় নির্ধারণ করবেন।
কোন মন্তব্য নেই