আরও উপরে উঠেছে দেশের পুঁজিবাজার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরও উপরে উঠেছে দেশের পুঁজিবাজার

 

আগের রেকর্ড ভেঙে আজও নতুন রেকর্ড গড়েছে দেশের পুঁজিবাজার। সোমবারের রেকর্ড ভেঙে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) আরো উপরে উঠেছে পুঁজিবাজার। আজ পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমেছে। তবে লেনদেন আজও আড়াই হাজার কোটির ঘর অতিক্রম করেছে।


এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবস থেকে ২৮০ কোটি ৪৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকার।


ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৩৮.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৮৭.১৬ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি চালুর পর থেকে আজকেই সর্বোচ্চ অবস্থান। এর চেয়ে বেশি অবস্থানে আর কখনো উঠেনি সূচকটি। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬৯.০৩ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৫.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪২২.১৭ পয়েন্টে।


ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯২টির বা ৫৩.৩৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৪টির বা ৪৬.৫২ শতাংশের এবং ৮টির বা ২.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৮.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৬৮.৩৪ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ১৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই