নাসার বিরুদ্ধে মামলা করেছেন জেফ বেজোস
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিরুদ্ধে মামলা করেছে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ সংস্থা ব্লু অরিজিন। আরেক ধনকুবের ইলোন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের সঙ্গে নাসার চুক্তির পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়েছে। এর আগে চাঁদে অবতরণ উপযোগী মহাকাশযান নির্মাণে স্পেসএক্সের সঙ্গে ২৯০ কোটি ডলারের চুক্তি করেছিল নাসা।
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটিতে মৌলিক সমস্যা রয়েছে বলে দাবি করেছে ব্লু অরিজিন।
তহবিল ঘাটতির কারণে গত এপ্রিলে প্রত্যাশা অনুযায়ী দুটির পরিবর্তে একটি সংস্থার সঙ্গে চুক্তি করে নাসা। আর সে সংস্থাটিই স্পেসএক্স। মামলা নিয়ে নাসা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে চুক্তিটি ফেডারেল নিয়ন্ত্রকের অনুমোদন পেয়েছে। সম্প্রতি একটি আদালতে দায়ের করা মামলা ব্লু অরিজিন বলেছে, তারা বিশ্বাস করে চাঁদে অবতরণ উপযোগী মহাকাশযান তৈরির জন্য দুটি প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। এ যানে করেই ২০২৪ সালের প্রথম দিকে মহাকাশচারীদের চাঁদের পৃষ্ঠে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে নাসার। মামলায় সংস্থাটি নাসার বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় বেআইনি ও অনুপযুক্ত মূল্যায়নের অভিযোগ করেছে।
ব্লু অরিজিন বলেছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্রয় ও তার ফলাফলে অবশ্যই ন্যায্যতার পুনরুদ্ধার, প্রতিযোগিতা তৈরি এবং যুক্তরাষ্ট্রের জন্য চাঁদে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।
কক্ষপথে উপগ্রহ পাঠানোসহ বিভিন্ন বিষয় স্পেসএক্সের চুক্তি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। নিলামে সর্বনিম্ন দরদাতাও ছিল স্পেসএক্স। ফলে ব্যয়ের বিষয়টিও এখানে জড়িত রয়েছে। স্পেসএক্সের সঙ্গে চুক্তির সময় নাসার মানব অনুসন্ধান বিভাগের প্রধান ক্যাথি লুইডার্স স্বীকার করেছিলেন, মহাকাশ গবেষণা সংস্থার বাজেট কম থাকায় দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা যায়নি। মার্কিন কংগ্রেসে প্রকল্পটির জন্য ৩৩০ কোটি ডলার অর্থ বরাদ্দ প্রস্তাবের মধ্যে মাত্র ৮৫ কোটি ডলার অনুমোদন করা হয়েছিল।
গত মাসে এ চুক্তি পুনর্বিবেচনার জন্য নাসাকে চিঠি দিয়েছিলেন জেফ বেজোস। চিঠিতে তিনি এ প্রকল্পের জন্য নাসাকে ২০০ কোটি ডলার ছাড় দেয়ারও প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ প্রস্তাব আমলে নেয়া হয়নি।
এদিকে ব্লু অরিজিন ও প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান ডাইনেটিকের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা গভার্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও)। নাসা দুটির জায়গায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে অন্যায় করেনি বলেও জানিয়েছে জিএও। আগামী ১২ অক্টোবরের মধ্যে নাসাকে অবশ্যই এ আইনি পদক্ষেপের জবাব দিতে হবে।
কোন মন্তব্য নেই