ঈদেও থাকছে লকডাউন! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈদেও থাকছে লকডাউন!

 


করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে জারিকৃত বিধিনিষেধের মেয়াদ আগামী ১৪ জুলাইয়ে শেষ হতে যাচ্ছে। তবে এর পরেও বিধিনিষেধ কার্যকর থাকবে। ঈদ ও অর্থনৈতিক বিভিন্ন দিক বিবেচনায় হতে পারে কিছুটা শিথিল।


তবে এসব বিষয়ে সোমবার (১২ জুলাই) রাতে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।


এর আগে বিকালের দিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির পরামর্শে পরিস্থিতি বিবেচনা করে চলমান কঠোর বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হতে পারে।


গত ৫ জুলাই করোনার সংক্রমণ প্রতিরোধে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয় ১৪ জুলাই পর্যন্ত। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কোন মন্তব্য নেই