নির্ভেজাল আড্ডা মমতা-সৌরভের, উঠে এলো অনেক অন্তরঙ্গ কাহিনী
একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যজন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার দুজনের আড্ডায় কিন্তু উঠে এলো অনেক অন্তরঙ্গ কাহিনী। বৃহস্পতিবার বিকেলে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ঘন্টা দুই নির্ভেজাল আড্ডায় মাতেন বাঙালির দুই আইকন। উঠে আসে নানা কথা। কার্যত রাজনীতির ঝড়ে বিধস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে এইরকম আড্ডার মুডে দীর্ঘদিন দেখা যায় নি। সৌরভকে তার হার্ট আটাক এর কথা জিজ্ঞাসা করে মমতা তাকে নিয়মিত হাঁটার পরামর্শ দেন। সৌরভ পাল্টা জিজ্ঞাসা করেন, দিদির এত স্ট্যামিনার রহস্য কি, কি ভাবে এত মেসেজের উত্তর দেন।
মমতা উত্তরে জানান তিনি নিয়ম করে ট্রেড মিলে প্রচুর হাটেন। হাটতে হাটতে সব মেসেজের উত্তর দেন। মমতা জানান, তিনি পাহাড় খুব পছন্দ করেন। পাহাড়ি রাস্তায় হাটতে তার খুব ভালো লাগে। লন্ডনের রাস্তাতেও তিনি হেটেছেন বলে সৌরভকে জানান। তিনি সৌরভকে আন্টিবডি টেস্ট করার কথা বলেন। সৌরভ জানান, তার করোনা হয় নি। দাদা স্নেহাশীষ এর হয়েছিল। মমতা স্নেহাশিস এর আন্টিবডি টেস্ট করানোর পরামর্শ দেন। কথায় কথায় দূর্গা পুজোর প্রসঙ্গ ওঠে। মমতা জানান, তিনিও চান দূর্গা পুজো হোক । কিন্তু, সবটাই নির্ভর করবে কোভিড পরিস্থিতির ওপর। সৌরভের মা নিরুপা দেবী এরপর আড্ডায় যোগ দিলে মমতা তাকে প্রণাম করেন। গাঙ্গুলি বাড়িতে কি কি পুজো হয় সেই সম্পর্কে খবর নেন মমতা। সৌরভ তাকে গোটা বাড়ি ঘুরিয়ে দেখান। মমতার জন্যে কেক, কচুরি, ঘুগনি, মিষ্টির ব্যবস্থা থাকলেও, মমতা দু কাপ চা আর মা মঙ্গলচন্ডীর প্রসাদ খান। বলেন, আড্ডা দিতে পেরে খুব ভালো লাগল।
কোন মন্তব্য নেই