ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করবেন না ইমরান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করবেন না ইমরান

 

ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করবেন না ইমরান


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, এখন থেকে ব্যক্তিগত কাজে তিনি রাষ্ট্রীয় প্রটোকল ও নিরাপত্তা ব্যবহার করবেন না। কারণ এতে জনগণের সমস্যা হয় এবং দেশের কোষাগারের ওপর চাপ বাড়ে। মঙ্গলবার (৬ জুলাই) টুইট করে এ কথা জানান তিনি।


টুইটে ইমরান খান আরো জানিয়েছেন, মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং গভর্নরদের প্রটোকল ও নিরাপত্তা নিয়েও পর্যালোচনা করছেন তিনি। সরকারের খরচ কমানোর উদ্যোগ চেষ্টাতেই এমনটা করা হচ্ছে। সামনের সপ্তাহে এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত জানাবে ইমরানের মন্ত্রিসভা।

কোন মন্তব্য নেই