প্রিমিয়ার ব্যাংকের ঋণমান ‘এএ প্লাস’ ও ‘এসটি-১’
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-১’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে এসিআরএসএল।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ব্যাংক খাতের কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ৫৩ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ১২ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে ২৭ লাখ ১৯ হাজার ২২০টি শেয়ার মোট ৬১০ বার হাতবদল হয়, যার বাজারদর তিন কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ১২ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১৩ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ৯ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।
সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে সাত বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১৩ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা দুই পয়সা।
‘এ’ ক্যাটেগরির ব্যাংক খাতের কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় অনুপাত ছয় দশমিক শূন্য ছয় এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে পাঁচ দশমিক ৩৮। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৪৩ কোটি সাত লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৯৯৬ কোটি ৯২ লাখ টাকা।
কোম্পানিটির মোট ১০৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৭২৭টি শেয়ার রয়েছে।
কোন মন্তব্য নেই