উইম্বলডন জিতে ফেদেরার-নাদালকে ছুঁলেন জকোভিচ
মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ উইম্বলডন জিতলেন নোভাক জকোভিচ। ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে টানা তিনবার। এসব পরিসংখ্যান গৌণ হয়ে গেছে জকোভিচের অনন্য মাইলফলকে। উইম্বলডন জিতেই যে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মতো কিংবদন্তিদের পাশে বসেছেন জকোভিচ। এই তিন জনের ঝুলিতে এখন ২০টি করে গ্র্যান্ড স্লাম।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রোববার ফাইনালে মাত্তেও বেরেত্তিনিকে ৬-৭(৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারান টেনিসের নাম্বার ওয়ান জকোভিচ। সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে প্রথম সেটে হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বীতা। প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে ৫-২ গেমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জিতে যান ইতালির বেরেত্তিনি। কিন্তু পরে আর চ্যাম্পিয়নের পথচলায় বাধা হতে পারেননি তিনি। তবে সার্বিয়ান তারকার অভিজ্ঞতার কাছে হার মেনেছেন বেরেত্তিনি।।
কোন মন্তব্য নেই