চিপ স্বল্পতায় মুনাফা বেড়েছে স্যামসাং ইলেকট্রনিক্সের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চিপ স্বল্পতায় মুনাফা বেড়েছে স্যামসাং ইলেকট্রনিক্সের

 

স্মার্টফোন বিক্রি কম হলেও, চিপের চাহিদা বেশি থাকায় এবং উচ্চমূল্যের কারণে মুনাফা বেড়েছে বিশ্বের সবচেয়ে বড় চিপ ও স্মার্টফোন উত্পাদনকারী স্যামসাং ইলেকট্রনিক্সের। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিক্সের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ। যা ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকের পর সর্বোচ্চ পরিচালন আয় করতে যাচ্ছে স্যামসাং।


বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে বলা হয়, চিপের পাশাপাশি ডাটা সেন্টারগুলোতে পুনরায় বিনিয়োগ শুরু হওয়ায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এ সময়ে স্যামসাংয়ের পণ্য রফতানিও বেড়েছে।


এদিকে ২০ জন বিশ্লেষকের বরাতে রেফিনিটিভ স্মার্টএস্টিমেট তাদের প্রাককলনে জানায়, গত এপ্রিল থেকে জুনে স্যামসাংয়ের পরিচালন মুনাফা দাঁড়াতে পারে ১১ দশমিক ৩ ট্রিলিয়ন উন বা ১ হাজার কোটি ডলার।




চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকে স্যামসাংয়ের চিপ বিভাগের পরিচালন মুনাফা বছরওয়ারি ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬ ট্রিলিয়ন উন। গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের প্রতিবেদনে দেখা গেছে, সার্ভার, মোবাইল ফোন এবং অন্যান্য কম্পিউটিং ডিভাইসে বহুল ব্যবহৃত ডির‌্যাম চিপের দাম প্রথম প্রান্তিকের তুলনায় বেড়েছে ২৭ শতাংশ। অন্যদিকে ডাটা স্টোরেজ মার্কেটে ব্যবহূত এনএএনডি ফ্ল্যাশ চিপের দাম বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ।

কোন মন্তব্য নেই