সাউথ বাংলা ব্যাংকের আইপিও আবেদন শেষ আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাউথ বাংলা ব্যাংকের আইপিও আবেদন শেষ আজ



 

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শেষ হচ্ছে আজ। এর আগে সরকারের নির্দেশনা অনুযায়ী চলমান কঠোর লকডাউনের কারণে ব্যাংকের লেনদেন ১১ জুলাই (রোববার) বন্ধ থাকায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের আইপিও আবেদনের সময় একদিন বাড়ানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্যমতে, ব্যাংকটির আইপিওতে গত ৫ জুলাই আবেদন শুরু হয়েছে। আগের নির্ধারিত তারিখ অনুসারে ১১ জুলাই আবেদন শেষ হওয়ার কথা। কিন্তু কঠোর লকডাউনের কারণে ১১ জুলাই ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। ওই দিন ব্যাংকের ও পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকার কারণে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের আইপিও আবেদনও বন্ধ থাকবে।

আর এ কারণে কোম্পানিটির আইপিওতে আবেদন সময় একদিন বাড়িয়ে ১২ জুলাই পর্যন্ত করা হয়েছে।


এর আগে বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়। এসবিএসি ব্যাংক পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।


৩১ মার্চ ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৩ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৮ পয়সা।



কোন মন্তব্য নেই