ডাইমেনসিটি ১৩০০টি চিপসেট আনল মিডিয়াটেক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডাইমেনসিটি ১৩০০টি চিপসেট আনল মিডিয়াটেক




চলতি মাসেই হেলিওর নতুন চিপসেট বাজারে উন্মুক্ত করেছে তাইওয়ানের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিডিয়াটেক। এবার বাজারে ডাইমেনসিটি ১৩০০টি চিপসেট নিয়ে এল প্রতিষ্ঠানটি। খবর আইএএনএস।


মূলত মোবাইল গেমিংকে প্রাধান্য দিয়েই এ চিপসেট তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ডাইমেনসিটি ১৩০০টিতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ৬ ন্যানোমিটার উৎপাদন প্রযুক্তির পাশাপাশি এআরএম করটেক্স এ৭৮ সিপিইউ কোর দেয়া হবে।




তবে এতে মোট কয়টি কোর, এর বৈশিষ্ট্য কিংবা গতির ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। এ চিপের সঙ্গে নয়টি জিপিইউ কোর যুক্ত করে দেয়া হবে। ধারণা করা হচ্ছে, ডাইমেনসিটি ১২০০তে মালি জি৭৭ এমসি৯ সিরিজের যে সেটআপ ব্যবহার করা হয়েছে এখানেও তেমন কিছুই থাকবে। এতে ৬ কোরের এপিইউ ৩.০ সলিউশন দেয়া হয়েছে।


জিএসএম এরেনার এক প্রতিবেদনে বলা হয়, মূলত মোবাইল গেমিংয়ের জন্যই ডাইমেনসিটি ১৩০০টি চিপসেট তৈরি করা হচ্ছে। সম্প্রতি গেম অপটিমাইজেশনের জন্য মিডিয়াটেক তাদের হাইপারইঞ্জিন আপডেট করেছে।

এ ইঞ্জিন ব্যবহার করেই নতুন চিপ তৈরি করা হবে।


সম্প্রতি হেলিও জি সিরিজের নতুন দুটি চিপসেট নিয়ে এসেছে মিডিয়াটেক। হেলিও জি৯৬ ও জি৮৮ সক প্রসেসরের মাধ্যমে স্মার্টফোনের ডিসপ্লে ব্যবহারে আরো আরামদায়ক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভালো মানের ফটোগ্রাফি ফিচারও পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই