চমক দেখালো বহুজাতিক হাইডেলবার্গ সিমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফায় বড় চমক দেখিয়েছে। আগের বছরে বড় লোকসানে থাকা কোম্পানিটি এ বছর বড় মুনাফা করেছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৩ টাকা ৩১ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় বড় উত্থান হওয়ায় ছয় মাসের (জানুয়ারি-জুন) হিসেবেও কোম্পানিটির মুনাফায় বড় উন্নতি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১ টাকা ৭৯ পয়সা।
আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ২ টাকা ৫৪ পয়সা।
অধিক বিক্রি এবং আর্থিক ব্যয় কমাকে কোম্পানিটি মুনাফার এই উত্থান হওয়ার পেছনের কারণ হিসেবে উল্লেখ করেছে। মুনাফা উন্নতি হওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। এ বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৭ টাকা ৯০ পয়সা, যা ২০২০ সালের ডিসেম্বর শেষে ছিল ৬৮ টাকা ১০ পয়সা।
এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫ টাকা ৭৩ পয়সা। আগের হিসেবে বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮৭ পয়সা।
কোন মন্তব্য নেই