অপোর বিরুদ্ধে মামলা করছে নকিয়া
টেলিকম ইন্ডাস্ট্রির অন্যান্য বড় কোম্পানির মতো ফিনল্যান্ডের কোম্পানি নকিয়াও চুক্তির মাধ্যমে নিজেদের পেটেন্ট ব্যবহার করার অনুমতি দিয়েছে বেশ কিছু কোম্পানিকে। এদেরই একটি প্রতিষ্ঠান অপো।
২০১৮ সালে চীনা এই কোম্পানিকে নির্দিষ্ট কিছু পেটেন্ট ব্যবহারের অনুমতি দিয়ে চুক্তি করে নকিয়া। তবে এখন অপো লাইসেন্সিং চুক্তিটি নবায়ন করতে রাজি নয়। আর তাই ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী এবং ভারতে অপোর বিরুদ্ধে আইনী পদক্ষেপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নকিয়া।
আর আইনী লড়াই জিততে এর আগে লেনোভো এবং ডেইমলারের বিরুদ্ধে জেতা একই লিগ্যাল টিমকে ব্যবহার করছে নকিয়া। যদিও নকিয়া অপোর সাথে সমঝোতা করতে চেয়েছিলো, তবে অপো অস্বীকার করেছে।
দুই উপায়ে এই মামলা নিষ্পত্তি হতে পারে। এক নকিয়া জিতলে এবং অপো জরিমানা পরিশোধ করলে অথবা অপো একাধিক বছরের জন্য পুনরায় লাইসেন্সিং চুক্তি করলে।
কোন মন্তব্য নেই