মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি



 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯ টির বা ৩৪.৫৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনালি লাইফের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস সোমবার সোনালি লাইফের ক্লোজিং দর ছিল ৮৬ টাকা ৫০ পয়সা।

আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮১ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ৬.৩৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনালি লাইফ ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৬.০৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৫০ শতাংশ, হোয়ায়েল টেক্সটাইলের ৪.৪০ শতাংশ, আজিজ পাইপসের ৩.৯১ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৮০ শতাংশ, সোনালী আঁশের ৩.৬৯ শতাংশ, এস্কোয়ার নীটের ৩.৬৪ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৩.৫২ শতাংশ এবং এসকে ট্রিমসের ৩.৫১ শতাংশ দর কমেছে।



কোন মন্তব্য নেই