নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প


ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। বুধবার সকালে ৫.৮ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


নেপালের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর ৫ টা ৪২ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বিশেষজ্ঞ লোকবিজয় অধিকারী সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আজ ভোর ৫ টা ৪২ মিনিটে লামজুং জেলার ভুলভুলেতে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮’। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির মাত্রা বোঝা যায়নি। হতাহতেরও কোনও খবর মেলেনি।


প্যারিসের একটি ভূতাত্ত্বিক নজরদারি সংস্থার তরফে জানানো হয়েছে, কম্পন অনুভূত হয়েছে ভারতেও। উত্তরপ্রদেশের কিছু জায়গায় কম্পন ধরা পড়েছে। তবে তা খুব একটা অনুভব করতে পারেননি স্থানীয়রা।

কোন মন্তব্য নেই