ছাগলনাইয়ায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষ, ৪ জনের প্রাণহানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছাগলনাইয়ায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষ, ৪ জনের প্রাণহানি


ফেনীর ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার আরিফুর রহমান ও হাজেরা বেগম ও লক্ষ্মীপুর জেলার আমতলী এলাকার নুরুল ইসলাম (৫৬)।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের করেরহাটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি সিএনজি উপজেলার বারিয়াপুল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন।


ফেনী ছাগলনাইয়া থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই