এবার রেড ক্রিসেন্ট ভবনে ইসরায়েলি বোমা হামলা, নিহত ২
সোমবার (১৭ মে) এক টুইট পোস্টে সংস্থাটি জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে।
গাজার প্রধান কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে কাতার রেড ক্রিসেন্ট জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে ত্রাণ কর্মীদের কাজ করতে সুযোগ দেওয়া উচিত।
এ হামলাকে জেনেভা কনভেনশনের গর্হিত লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন কিউআরসিএস মহাসচিব আলী বিন হাসান আল-হাম্মাদি। ইসরায়েল জেনেভা কনভেনশনে স্বাক্ষর করেছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির ভবনে দখলদার বাহিনীর বোমা হামলার নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, মানবিক সহায়তা ও সংবাদমাধ্যমের প্রতিষ্ঠানে হামলা আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন।
অ্যাম্বুলেন্স ক্রু ও হাসপাতাল স্থাপনায় ইসরায়েলি হামলা নিয়ে যখন আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো সক্রিয়, তখন রেড ক্রিসেন্ট কার্যালয়ে হামলার এই খবর এসেছে।
ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, গত রাতে গাজায় আমাদের ক্লিনিকে ইসরায়েলি বিমান থেকে বোমা হামলা করা হয়েছে। এতে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোন মন্তব্য নেই