মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৫টির বা ৫৮.৯০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিআইএফসি’র । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস সোমবার বিআইএফসি’র ক্লোজিং দর ছিল ৪ টাকা ৫০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৬.৬৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিআইএফসি ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের ৫.৪০ শতাংশ, ফাস ফাইনান্সের ৫.০৮ শতাংশ, ফার ইস্ট ফাইনান্সের ৫ শতাংশ, মাইডাস ফাইনান্সের ৪.৮৭ শতাংশ, ইমাম বাটনের ৪.৩৬ শতাংশ, ইউনাইটেড ফাইনান্সের ৪.০২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির ৩.৯৭ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৩.৯২ শতাংশ এবং ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের ৩.৮৬ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই