সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় চার বীমা কোম্পানি
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৬৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২০৪ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪ লাখ ৭৪ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৯০ কোটি ৯৫ লাখ ১৫ হাজার টাকা।
২ কোটি ৬২ লাখ ৮১ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। যার বাজারমূল্য ৮৫ কোটি ৫৯ লাখ ১৬ হাজার টাকা।
লেনদেনের চতুর্থ স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৮ লাখ ৯২ হাজার ৪৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৫৫ কোটি ৬০ লাখ ৭৮ হাজার টাকা।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৫ লাখ ১ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪৯ কোটি ৪১ লাখ ৮৩ হাজার টাকা।
লেনদেনের ষষ্ঠ স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪৮ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকা।
২৫ লাখ ৭৭ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন করে তালিকায় সপ্তম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। যার বাজারমূল্য ৪৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা।
তালিকায় অষ্টম স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৫ লাখ ৭৬ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪৫ কোটি ২ লাখ ১৮ হাজার টাকা।
লেনদেনের নবম স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ১৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪৪ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকা।
তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৬ লাখ ৮৭ হাজার ৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪৩ কোটি ৪৭ লাখ ১৩ হাজার টাকা।
কোন মন্তব্য নেই