তথ্য ফাঁসের ব্যাপারে জানাবে না ফেসবুক
বিভিন্ন দেশের ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস করেছে একদল সাইবার অপরাধী। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা হচ্ছে। সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, যাদের তথ্য ফাঁস হয়েছে, তাদের কোনো নোটিফিকেশনের মাধ্যমে এ ব্যাপারে জানানোর কোনো পরিকল্পনা তাদের নেই। সাম্প্রতিক এই ঘটনাকে ফেসবুকের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে মনে করা হচ্ছে। যাদের তথ্য ফাঁস হয়েছে তাদের মধ্যে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের তথ্য ও মোবাইল নম্বরও রয়েছে। যদিও এই তথ্য বেহাতের ঘটনাটি ঘটে মূলত ২০১৯ সালের সেপ্টেম্বরে। কিন্তু এসব তথ্য হ্যাকার গোষ্ঠী অনলাইনে উন্মুক্ত করেছে সম্প্রতি।
ভুক্তভোগী ব্যবহারকারীদের সংখ্যার দিক থেকে দেশভেদে বাংলাদেশের অবস্থান ১১তম। এই ঘটনায় বাংলাদেশের ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জনের তথ্য ফাঁস হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আয়ারল্যান্ডের ডাটা প্রটেকশন কমিশন ফেসবুকের সঙ্গে এই তথ্য ফাঁসের ঘটনার ব্যাপারে আলোচনার জন্য যোগাযোগ করেছে।
সূত্র : টেক রাডার।
কোন মন্তব্য নেই