সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে চেলসি। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পোর্তোর কাছে ১-০ গোলে হেরেও সেমির টিকিট পায় দ্যা ব্লুজরা।
প্রথম লেগে চেলসি জিতেছিল ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে চেলসির জয় ২-১ ব্যবধানে। সেমিতে চেলসি রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুলের বিপক্ষে।
করোনাভাইরাস পরিস্থিতিতে ভ্রমণে বিধিনিষেধের কারণে দল দুটির মধ্যে শেষ আটের দুই লেগই সেভিয়ায় সরিয়ে নেয়া হয়।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের অনেকটা সময়ও তাই। মনে হচ্ছিল ম্যাচটি ড্র হবে। তবে অতিরিক্ত সময়ে একটি গোল দেয় পোর্তো। সতীর্থের ক্রসে অসাধারণ ওভারহেড কিকে বল জালে পাঠান মেহদি তেরেমি (১-০)।
পুরো ম্যাচে পোর্তোর বল দখল ছিল শতকরা ৫৫ ভাগ। আটটি শটের দুটি ছিল লক্ষ্যে। চেলসির আট শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি।
৭ বছর পর সেমিতে চেলসি
Reviewed by Times Express
on
এপ্রিল ১৪, ২০২১
Rating: 5
কোন মন্তব্য নেই