চার কার্যদিবসে প্রিমিয়ার ব্যাংক ও ইনডেক্স এগ্রোর দর কমেছে ৩৩% - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চার কার্যদিবসে প্রিমিয়ার ব্যাংক ও ইনডেক্স এগ্রোর দর কমেছে ৩৩%


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর কমার শীর্ষ ১০ তালিকার মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের। এরপরে রয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানি দুটির মোট দর কমেছে ৩৩ দশমিক ১৬ শতাংশ।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ১৮ দশমিক ৩৮ শতাংশ দর কমে গত সপ্তাহে শীর্ষে ছিল প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ১৮ কোটি ৪৫ লাখ ৬ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৪ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।


দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের দর কমেছে ১৪ দশমিক ৭৮ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৮ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ২ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।


দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১২ দশমিক ৯৬ শতাংশ দর কমেছে। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ২ কোটি ১৮ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৫৪ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা। গত সপ্তাহে ১২ দশমিক ৪৬ শতাংশ কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে লিবরা ইনফিউশনস লিমিটেড।  গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির  ১ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৩৮ লাখ ৯২ হাজার টাকা।


তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিটি ব্যাংক। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৪৯ শতাংশ। 


দর কমার তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ। সপ্তম স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৭ দশমিক ৬৯ শতাংশ দর কমেছে। তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৭ দশমিক ৫৫ শতাংশ। দর কমার তালিকায় নবম স্থানে রয়েছে নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

কোন মন্তব্য নেই