সাকিবের দুর্দান্ত বোলিং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাকিবের দুর্দান্ত বোলিং


 প্রথম ম্যাচে এক উইকেটের দেখা পেয়েছিলেন। কিন্তু চার ওভারে দিয়েছিলেন ৩৪ রান। ফলে সাকিব পড়ে গিয়েছিল অনেকটা খরুচের তালিকায়। তবে আইপিএলের দ্বিতীয় ম্যাচেই স্বরুপে তারকা এই অলরাউন্ডার। বল হাতে দুর্দান্ত করেছেন কলকাতার হয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৩, উইকেট পেয়েছেন একটি।


সাকিব চার ওভারে হজম করেছেন মাত্র একটি বাউন্ডারি। বাকি সব রান এসেছে সিঙ্গলসে। প্রথম ওভারে সাকিব রান দেন ৪। পরের দুটি ওভারে ৬ করে ১২ রান। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে চার হাকান ঝড় তোলা সুরিয়া কুমার যাদব। তেতে যান সাকিব। পরের বলেই ফেরান যাদবকে। বিদায় নেন মুম্বাইর বিধ্বংসী ব্যাটসম্যান, ৩৬ বলে ৫৬ রান করে। পরের তিন বলে সাকিব দেন মাত্র দুই রান। সব মিলিয়ে সাকিবের বোলিং ইকনোমি সবচেয়ে ভালো, ৫.৭৫।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতার বিরুদ্ধে ব্যাট করছিল মুম্বাই। ১৩ ওভারে দলটির সংগ্রহ ৩ উইকেটে ৯৪ রান।

কোন মন্তব্য নেই