রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নার্স, ১২ জন পর্যবেক্ষণে
১০৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে রাজশাহী আইডি হাসপাতালে এক নার্স ভর্তি হয়েছেন। ওই নার্স রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
শুক্রবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার তাকে আইডি হাসপাতালে পাঠানো হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা কমিটির প্রধান ডা. আজিজুল হক আজাদ সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন ওই নার্স বর্তমানে অবজারভেশনে আছেন। তার শরীরের তাপমাত্রা ১০৫। তাকে রাজশাহীর সংক্রমণ আইডি হাসপাতালে নেওয়া হয়েছে। উপসর্গ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।
তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবজারভেশনে (পর্যবেক্ষণে) বর্তমানে ১২ জন রোগী আছেন। এদের মধ্যে আটজনকে ছাড়পত্র দেওয়া হবে। বাকি চারজনকে অবজারভেশনে রাখা হবে।
কোন মন্তব্য নেই