করোনা থেকে বাঁচতে ব্যতিক্রমী কৌশল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা থেকে বাঁচতে ব্যতিক্রমী কৌশল












মাস্ক পরে করোনাভাইরাস ঠেকানো যায় কিনা এ নিয়ে এখনও ডাক্তারদের মধ্যে বিতর্ক রয়েছে। বেশিরভাগ চিকিৎসা বিজ্ঞানী মনেকরছেন এতে খুব একটা বেশি লাভ নেই বরং আক্রান্তদেরই পরার পরামর্শ দিচ্ছেন তারা। যদিও বিশ্বজুড়ে সব মানুষের কাছে এখন নির্ভরযোগ্য স্বাস্থ্য উপকরণ হয়ে উঠেছে মাস্ক। ফলে বাজারে এর চাহিদা বাড়ায়, বেড়েছে দামও।

এ সময়ে তাই অনেক নাগরিকই ভিন্ন কৌশলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। তেমনি এক অভিনব কৌশল অবলম্বন করেছেন ম্যানিলার এ বাসিন্দা। পানির জার কেটে বানিয়েছেন মাস্ক। করোনাভাইরাস হানা দিয়েছে ফিলিপাইনেও। তাই দেশটিতেও জনসাধারণের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞার মধ্যেই সুচারুভাবে তৈরী জারের এ মাস্ক পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ম্যানিলার এ বাসিন্দা। যা শুধু তার মুখ নয়, গলা থেকে পুরো মাথাই ঢেকে ফেলেছে। অনেকেরই নজর কাড়ছে ভিন্ন এ কৌশল।
সূত্র: এএফপি





কোন মন্তব্য নেই