উইন্ডোজ ও ম্যাকওএসে এলো ম্যাসেঞ্জার অ্যাপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

উইন্ডোজ ও ম্যাকওএসে এলো ম্যাসেঞ্জার অ্যাপ

















সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক উইন্ডোজ ও অ্যাপলের ম্যাকওসের জন্য ম্যাসেঞ্জার অ্যাপ উন্মোচন করেছে।ব্যবহারকারীেদের জন্য অ্যাপটি ইতোমধ্যে উইন্ডোজ স্টোর এবং অ্যাপ স্টোরে উন্মুক্ত করেছে। ফলে যে কেউ চাইলে সেখান থেকে ডাউনলোড করে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন।অ্যাপটিতে এখন পাওয়া যাবে কম্পিউটারের মতো বড় পর্দায় গ্রুপ ভিডিও কল ফিচার, ফলে সহজেই একে অন্যের সঙ্গে যুক্ত হওয়া যাবে। দ্রুত ও সহজেই বড় পর্দায় নোটিফিকেশন পাওয়া যাবে। আর এর চ্যাট মোবাইলের সঙ্গে ডেস্কটপের সিনক্রোনাইজ করা যাবে।অ্যাপটিতে পাওয়া যাবে ডার্ক মোড ও জিআইএফএস ফিচার।ফেইসবুক বলছে, গত মাসের চেয়ে চলতি মাসে ডেস্কটপের ব্রাউজার দিয়ে অডিও ও ভিডিও কলের পরিমাণ বেড়েছে ১০০ শতাংশ।উইন্ডোজের জন্য এই ঠিকানা এবং ম্যাকওএসের জন্য এই ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন।

সূত্র : ইন্টারনেট






Post Comment