সাভারে খোলার পরে আবার বন্ধ শিল্প কারখানা
পূর্ব ঘোষণা অনুযায়ী সাভার-আশুলিয়ার অনেক কারখানা খুলে দেয়া হলেও পরবর্তীতে বন্ধ ঘোষণা করা হয় প্রায় সব শিল্প কারখানা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোতে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
রবিবার (৫ই এপ্রিল) সকাল থেকেই সাভার-আশুলিয়ার সড়কগুলোতে দেখা যায় শিল্প শ্রমিকদের ঢল। এসময় গণপরিবহনের অভাবে অনেকেই বিপাকে পড়েন, পায়ে হেঁটেই পৌঁছান কর্মস্থলে। তবে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য বিজিএমইএর নির্দেশনার কারণে প্রায় সব কারখানাই পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে অনেক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কারখানার ফটক থেকেই বাড়ি ফিরে যান।
এছাড়া, সাভার ইপিজেড এর বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রবিবার প্রায় ৭০টি প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে বলে জানান ঢাকা ইপিজেড এর মহাব্যবস্থাপক আবদুস সোবহান। তবে প্রয়োজনে এসব প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেয়া হতে পারে বলে জানান তিনি।
এদিকে, বন্ধের ঘোষণা পাওয়ার পরই অনেক শ্রমিকই তাদের বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। গণপরিবহণ বন্ধ থাকায় সাভারের বিভিন্ন সড়কে ট্রাক-পিকআপে করে ঝুঁকি নিয়ে তাদের রওনা হতে দেখা যায়। এসময় এদের নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশের কোন তৎপরতা দেখা যায় নি।
কোন মন্তব্য নেই