বাংলাদেশ সিরিজই হাথুরুর শেষ
শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচের চাকরি হারাতে যাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে- খবরটা লঙ্কান সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে আরো আগেই। এবার আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসসিএল) সভাপতি শাম্মি সিলভা বলে দিলেন, বাংলাদেশ সিরিজই শেষ হাথুরুর। এরপর নতুন কোচের সন্ধানে নামবে শ্রীলঙ্কা। গতকাল সিলভা বলেন, ‘আমরা গোটা কোচিং বিভাগ পুনর্গঠন করছি আর তাই সবাইকে পদত্যাগ করতে বলেছি। চলতি মাস শেষেই ৯৯ শতাংশ কোচের (কোচিং স্টাফের) চুক্তির মেয়াদ শেষ হবে। তারা আগ্রহী হলে নতুন করে আবেদন করতে পারেন।’ এরই মধ্যে নতুন কোচ খোঁজা শুরু করে দিয়েছে এসসিএল। সিলভা বলেন, ন্যূনতম ১০ জন উঁচূমানের কোচ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে।
এর মধ্যে দু-একজন এর আগে শ্রীলঙ্কার কোচ ছিলেন।
আমরা তাদের আবেদন করতে বলিনি, শুধু আলাদা করে কথা বলেছি। কারণ তারা আবেদন করলে নামগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আগ্রহ দেখানো কয়েকজন কোচ এখন অন্য দলের দায়িত্ব পালন করছেন। নাম ফাঁস হলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। বাংলাদেশ সিরিজ শেষে আমরা নতুন কোচ পেয়ে যাব।
কোন মন্তব্য নেই