ভারী বৃষ্টিতে নিউইয়র্কে জলাবদ্ধতা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারী বৃষ্টিতে নিউইয়র্কে জলাবদ্ধতা



ভারী বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিভিন্ন রাস্তা। এছাড়া, সাবওয়ে স্টেশনেও দেখা দেয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে মৌসুমি ঝড় আঘাত হানে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত দেখা দেয়। এতে নিউইয়র্ক শহরের ম্যানহাটন, ব্রুকলিনসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়। গাড়ি চলাচলে দেখা দেয় চরম বিড়ম্বনা। ঝড়ের কারণে নিউইয়র্ক থেকে শুরু করে উইসকনসিন পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ৪ লাখ ৮০ হাজার মানুষ।

এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কায় টেনেসি অঙ্গরাজ্য থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত ১২টি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই