মোটরসাইকেল না পেয়ে নববধূকে তালাক! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মোটরসাইকেল না পেয়ে নববধূকে তালাক!





যৌতুক বাবদ বরকে নতুন মোটরসাইকেল দিতে পারেনি কনের পরিবার। এই কারণে বিয়ে করার ২৪ ঘণ্টার মধ্যে নববধূকে তিন তালাক দিয়েছেন এক বর। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরাবাঙ্কিতে।

এএনআই’র খবরে বলা হয়েছে, অভিযোগ পেয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ওই অঞ্চলের পুলিশ। পাত্র ও তার পরিবারের বিরুদ্ধেও পুলিশ মামলা দায়ের করেছে।



ওই কনের বাবা থানায় লিখিত অভিযোগে জানান, যৌতুকের তালিকা অনুযায়ী সবকিছুই মিটিয়েছেন বরপক্ষের। শুধু বাকি ছিল মোটরসাইকেল।

তিনি আরো জানান, একটু সামলে নিয়ে, পরে মোটরসাইকেল কিনে দেবেন বলে পাত্রপক্ষকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু, পাত্রের এতে মন গলেনি। তাই বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে মেয়েকে তিন তালাক দেন।


কোন মন্তব্য নেই