গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার



ভিডিও গেমের আসক্তিকে মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করে এটিকে রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মতে, নতুন এই রোগের নাম ‘গেমিং ডিসঅর্ডার।’ এর আসক্তি মানুষের ব্যক্তিজীবনকে খুবই ক্ষতিগ্রস্ত করে।

মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভিডিও গেম আসক্তিকে সম্প্রতি রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দীর্ঘদিন পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা।



অবশ্য গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি বৈশ্বিক গেমিং প্রতিষ্ঠানগুলো। এমনকি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, ভিডিও গেমের প্রতি মানুষের আসক্তি ক্রমেই বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এটা অনেক বেশি। স্মার্টফোন শিল্পের যত উন্নতি ঘটছে ততই ভিডিও গেমের আসক্তি বাড়ছে।

কোন মন্তব্য নেই