লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল মা ও শিশু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল মা ও শিশু



মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় বাড়ছে প্রতিদিন। শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য লঞ্চে উঠতে গিয়ে মা ও শিশুসহ পুরো পরিবার পানিতে পড়ে যায়। পরে সাধারণ মানুষের সহযোগিতার তারা তীরে ওঠে। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় পরিবারটি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩১ মে) এ ঘটনা ঘটেছে এমন খবর নিশ্চিত করেছেন লৌজং থানার ওসি মো. মনির হোসেন। তিনি বলেন, মা ও শিশুসহ একটি পরিবার ঈদে বাড়ি ফিরছিল। ঘাটে যাত্রীর চাপ বেশি থাকায় লঞ্চে ওঠা নিয়ে তাড়াহুড়ো করে যাত্রীরা। এ সময় ওই নারী শিশুসহ তার পরিবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।



ওসি বলেন, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পরিবারটি ঈদে বাড়ি ফিরছিল বলে জানা গেছে। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার মানুষের ভিড় প্রতিনিয়ত বাড়ছে। প্রতিবার ঈদে বাড়ি ফিরতে গিয়ে বাস, ট্রেন ও লঞ্চে চলাচলরত যাত্রীরা বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হন।

ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা এই ঘাট দিয়ে বাড়ি ফিরছেন। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে সকাল থেকে ছোট গাড়ির চাপ রয়েছে।



কোন মন্তব্য নেই