ঈদযাত্রায় কোনো গাড়ি থামাবে না পুলিশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈদযাত্রায় কোনো গাড়ি থামাবে না পুলিশ



ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে কোনো গাড়ি থামাবে না পুলিশ।  কাগজপত্র দেখার প্রয়োজনে নির্দিষ্ট কোনো গাড়ি থামাতে হলে আগে থেকেই সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপারের অনুমতি নিতে হবে।

ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতেই হাইওয়ে পুলিশকে লিখিতভাবে এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 এদিকে হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম সারাবাংলাকে জানান, ঈদযাত্রায় সড়ক পথে গাড়ি থামালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  এছাড়া ঈদের আগে পুলিশের গাড়ি থামানো নিয়ে নানা অভিযোগ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



একই সঙ্গে তিনি জানান, পুলিশ মহাসড়কে কোনো গাড়ির কাগজপত্র দেখার নামে থামাবে না।  তবে নির্দিষ্ট করে কোনো গাড়ির ব্যাপারে অপরাধ সংক্রান্ত কোনো তথ্য আগে থাকলে সেটি ভিন্ন ব্যাপার।

সূত্র জানায়, সড়কে গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করার প্রয়োজন পড়লে আগেই ওই এলাকার সংশ্লিষ্ট পুলিশ সুপারের অনুমতি নিতে হবে। এরপর গাড়ি থামানো যাবে।


কোন মন্তব্য নেই