ছেলের শপথ দেখে আনন্দে হাততালি দিচ্ছেন মা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছেলের শপথ দেখে আনন্দে হাততালি দিচ্ছেন মা

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যখন শপথ নিচ্ছিলেন তখন তার ৯৮ বছর বয়সী মা হীরাবেন মোদি নিজের বাড়িতে বসে টিভির পর্দায় তা দেখছিলেন। টিভির পর্দায় ছেলের শপথ গ্রহনের দৃশ্য দেখে আনন্দে হাততালি দিয়ে উঠেন তিনি।



বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহনের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় পূর্নমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৯ জন এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ২৪ জন।

ভারতে এবারের লোকসভা ভোটের ফলাফল জানার পর প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও গত সপ্তাহে গুজরাটের গান্ধীনগরের রাইসান গ্রামে মায়ের সঙ্গে দেখা করতে যান নরেন্দ্র মোদি। সেখানে মায়ের সঙ্গে থাকেন মোদির ভাই পঙ্কজ মোদি। শপথ নেয়ার আগেও মূলত মায়ের আশীর্বাদ নিতেই মায়ের কাছে ছুটে গিয়েছিলেন মোদি। সেই সময় বৃদ্ধা মা দুই হাত ভরে ছেলেকে আশীর্বাদ করেছিলেন। এবারের নির্বাচনে ভোট দেয়ার আগেও একবার মায়ের কাছে ছুটে গিয়েছিলেন মোদি। মায়ের পায়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তবেই গিয়েছিলেন ভোটকেন্দ্রে। এমনই মা ভক্ত ছেলে ভারতের প্রধানমন্ত্রী মোদি।



এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় টিভির পর্দায় ছেলের শপথগ্রহন দেখতে দেখতে হীরাবেন ফের আশীর্বাদ করে বললেন, ভালোভাবে ছেলে কাজ করুক। আরও এগিয়ে যাক সামনের দিকে।


কোন মন্তব্য নেই