দেশে এক মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৬ লাখ
দেশে এখন ইন্টারনেট গ্রাহকের পরিমাণ ৯ কোটি ৩৭ লাখ দুই হাজার। গত এক মাসে ছয় লাখ ইন্টারনেট গ্রাহক বেড়ে এই পরিমাণে দাঁড়িয়েছে।এর আগে গত মার্চে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল নয় কোটি ৩১ লাখ দুই হাজার।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ এপ্রিল মাসের হিসাবে এটি দেখা যায়।বিটিআরসির হিসাবে দেখা যায়, এপ্রিলে যে পরিমাণ ইন্টারনেট গ্রাহক যুক্ত হয়েছে তার পুরোটাই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।সেই হিসাবে দেশে এখন মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা আট কোটি ৭৯ লাখ ১০ হাজার। যা আগের মাস মার্চে ছিল আট কোটি ৭৩ লাখ ১০ হাজার।এপ্রিলে এসে ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারী এক হাজার কমে গেছে। যা যোগ করতে পেরেছে আইএসপি এবং পিএসটিএন। এখন আইএসপি এবং পিএসটিএন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫৭ লাখ ৩২ হাজার।বিটিআরসি প্রতিমাসে সক্রিয় গ্রাহকের পরিমাণ জানায়। যা আগের মাসের হিসাব করা হয়। এই হিসাব করতে বিটিআরসি সেই সময়ের ৯০ দিন আগে পর্যন্ত যেকোন একবার ডেটা ব্যবহার করলেই সেটাকে সক্রিয় হিসাবে ধরা হয়।
কোন মন্তব্য নেই