দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
টানা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ করেন তিনি। তার পরপরই আরো শপথ নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সভাপতি পদকে বিদায় জানিয়ে মোদির মন্ত্রীসভায় ঢুকলেন তিনি। এ খবর দিয়েছে এনডিটিভি।
মোদির শপথ গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবন সাজানো হয়েছে জাকজমকভাবে। সব মিলিয়ে ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
উল্লেখ্য, ১৭তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেন মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
মোট ৫৪২ আসনের মধ্যে বিজেপি একক দল হিসেবে জয় পেয়েছে ৩০৩ আসনে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স জয়ী হয়েছে ৩৫২ আসনে।
৫৮ জনের মন্ত্রিসভা। এর মধ্যে ১৯জন নতুন মন্ত্রী হযেছেন।
পূর্ণমন্ত্রী ২৫ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ৯ জন। এছাড়া ২৪ জন রাষ্ট্রমন্ত্রী।
মন্তিসভায় নারী ৬জন।
মোদির শপথ গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবন সাজানো হয়েছে জাকজমকভাবে। সব মিলিয়ে ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
উল্লেখ্য, ১৭তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেন মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
মোট ৫৪২ আসনের মধ্যে বিজেপি একক দল হিসেবে জয় পেয়েছে ৩০৩ আসনে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স জয়ী হয়েছে ৩৫২ আসনে।
৫৮ জনের মন্ত্রিসভা। এর মধ্যে ১৯জন নতুন মন্ত্রী হযেছেন।
পূর্ণমন্ত্রী ২৫ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ৯ জন। এছাড়া ২৪ জন রাষ্ট্রমন্ত্রী।
মন্তিসভায় নারী ৬জন।
Post Comment