গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত




গাজীপুরে শুক্রবার ভোর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। নিহত যুবককে অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারেরও দাবি করেছে র‌্যাব। কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবকের বয়স আনুমানিক ৩৬ বছর। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে একদল অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বেচাকেনা করছিল। র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা টহল দেয়ার সময় এ গোপন সংবাদ পেয়ে ওই ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সেখানে যায়।

এসময় অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীরা পিছু হটে যায়। 


পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে কপালে ও বুকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ সেখানে পড়ে থাকতে দেখে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় উজ্জল ও সানাউল্লাহ নামের র‌্যাবের দু’সদস্য আহত হয়। তাদেরকে ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

র‌্যাব-১ এর ওই কর্মকর্তা আরো জানান, নিহত ওই যুবক অস্ত্র ব্যবসায়ী দলের সদস্য। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই