তেহরান সফরের প্রাক্কালে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাইলেন ইমরান খান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তেহরান সফরের প্রাক্কালে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাইলেন ইমরান খান



পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেছেন, তার আসন্ন ইরান সফরে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় ও শক্তিশালী হবে। আগামী রোববার তিনি তেহরান সফরে আসবেন বলে কথা রয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি হোনারদুস্তের সঙ্গে এক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন পাক প্রধানমন্ত্রী।  বৈঠকে ইমরান খানের প্রথম তেহরান সফরের খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ইসলামাবাদ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। বিশেষ করে ইরানের সঙ্গে পাকিস্তানের বহু ক্ষেত্রে যৌথ স্বার্থ জড়িত থাকার কারণে এ গুরুত্ব বহুগুণে বেড়েছে বলে জানান তিনি। ইমরান খান তাকে আমন্ত্রণ জানিয়ে ‘বন্ধুসুলভ ও ভ্রাতৃপ্রতীম’ ইরান সফরের সুযোগ করে দেয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানিকে ধন্যবাদ জানান।


বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রীর দফতরে তার সঙ্গে সাক্ষাৎ করেন ইরানি রাষ্ট্রদূত হোনারদুস্ত


২০১৮ সালের জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খান প্রথম বিদেশ সফরে ইরান ও সৌদি আরবে যেতে চেয়েছিলেন। সে সময় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে পাক প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি তেহরান ও রিয়াদের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছেন। কিন্তু পরবর্তীতে অজানা কারণে সে পরিকল্পনা বাতিল করেন ইমরান খান।

তবে ইমরান খান ২০১৮ সালের অক্টোবরে সৌদি আরব সফর করেন এবং তার চার মাস পর সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইসলামাবাদ সফর করেন।

কোন মন্তব্য নেই