ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপকে অবশ্যম্ভাবী দেখছে রাশিয়া
রাশিয়া বলেছে, দেশটি ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপকে অবাস্তব মনে করছে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের উগ্র ও আগ্রাসী বক্তব্য থেকে একথা সহজেই অনুমান করা যায়, ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন আর কোনো কাল্পনিক বিষয় নয় বরং মার্কিন কর্মকর্তাদের বক্তব্য থেকে বোঝা যায়, তারা ভেনিজুয়েলায় সেনা পাঠাতে বদ্ধপরিকর।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অন্য দেশের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার যে আন্তর্জাতিক আইন রয়েছে তা একের পর এক লঙ্ঘন করে যাচ্ছে আমেরিকা।
নিকোলাম মাদুরো
জাখারোভা বলেন, মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা এত বেশি বেপরোয়া যে, তারা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যগ করার আহ্বান জানিয়েই ক্ষান্ত হচ্ছেন না বরং মাদুরোকে পদত্যাগ করার জন্য সময় বেধে দিচ্ছেন। তারা বলছেন, চলতি বছরের শেষ নাগাদ মাদুরো পদত্যাগ না করলে ভেনিজুয়েলায় বলপ্রয়োগ করা হবে।
ভেনিজুয়েলার মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী প্রেসিডেন্ট মাদুরোকে শায়েস্তা করার জন্য মার্কিন সরকার কারাকাসের ওপর কঠোর অর্থনৈতিক আরোপ করে রেখেছে। গত বুধবার ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংককে নিষেধাজ্ঞার আওতায় এনেছে ওয়াশিংটন।-পার্সটুডে
কোন মন্তব্য নেই