“গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন GRE® জেনে নিন বিস্তারিত ...
![]() |
“গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন GRE® জেনে নিন বিস্তারিত ... |
“গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন GRE® জেনে নিন বিস্তারিত ...
GRE In Bangladesh
“গ্র্যাজুয়েট
রেকর্ড এক্সামিনেশন (Graduate Record Examination)” –কে সংক্ষেপে বলা হয় “জি আর ই (GRE)”। এটি মূলতঃ
এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ETS) –এর একটি
রেজিস্টার্ড এডুকেশনাল ব্র্যান্ড, তাই একে লেখা হয় GRE®। আমেরিকার ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েট প্রোগ্রামে (ব্যাচেলর ডিগ্রির
পর এমএস/ পিএইচডি প্রোগ্রাম) ভর্তির জন্য জি আর ই অত্যন্ত জরুরি একটি বিষয়।
জিআরই অফিসিয়াল
সাইট:
জি আর ই দুই ধরণের
Subject Wise GRE (বিষয় বিত্তিক জি আর ই)
General GER (সাধারণ জি আর ই)
Subject Wise GRE (বিষয় বিত্তিক জি আর ই)
General GER (সাধারণ জি আর ই)
সাধারণত নিম্ন
লিখিত আটটি বিষয়ের উপর বিষয়ভিত্তিক জি আর ই টেস্ট দেয়া যায়ঃ
১। GRE In Biochemistry (প্রাণরসায়ন),
কোষ এবং আণবিক জীববিজ্ঞান
(Cell and Molecular Biology)
২। GRE In Biology (জীববিজ্ঞান)
৩। GRE In Chemistry (রসায়ন)
৪। GRE In Computer Science (কম্পিউটার সাইন্স)
৪। GRE In Computer Science (কম্পিউটার সাইন্স)
৫। GRE In Literature in English (ইংরেজি
সাহিত্য)
৬। GRE In Mathematics (গণিত)
৭। GRE In Physics (পদার্থ
বিজ্ঞান)
৮। GRE In Psychology (মনোবিজ্ঞান)
যে কেউ চাইলে এর
যেকোনো বিষয়ের উপর বিষয় ভিত্তিক জি আর ই টেস্ট দিতে পারবে। আর সাধারণ জি আর ই –এর অন্তর্ভূক্ত বিষয়গুলো হল, ভার্বাল রিজোনিং (GRE In Verbal Reasoning), কোয়ান্টিটেটিভ রিজোনিং (GRE Quantitative
Reasoning) এবং এনালাইটিক্যাল রাইটিং
স্কিলস (GRE Analytical Writing Skills)। সাধারণ জি আর ই টেস্টের জন্য নির্ধারিত এই
বিষয়গুলো সকলের জন্য একই রকমের হবেঃ
ভার্বাল রিজোনিং
(GRE In Verbal Reasoning): এই টেস্টের
মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর ইংরেজী শব্দ ও বাক্যের উপর দক্ষতা কত। ইংরেজীতে
আর্টিকেল লেখা থাকবে, সেই আর্টিকেলের বিষয়বস্তুগুলোকে
(বাক্য) বিভিন্ন ভাগে ভাগ করতে হবে, এরপর প্রতিটি ভাগকে বিশ্লেষণ ও মূল্যায়ন করতে হবে (শব্দগুলোর সাথে বিষয়বস্তুর
সম্পর্ক বের করতে হবে)।
কোয়ান্টিটেটিভ
রিজোনিং (GRE In Quantitative Reasoning): এই অংশকে ম্যাথ
সেকশনও বলা হয়।এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর গাণিতিক মৌলিক ধারনা এবং
পরিমাণগত বৈশিষ্ট্যের মাধ্যমে বীজগণিত, জ্যামিতি ও তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা।
এনালাইটিক্যাল
রাইটিং স্কিলস (GRE In Analytical Writing Skills): এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর যে
কোনো ধরনের জটিল সমস্যা স্পষ্টভাবে ও সকল বিষয়াদি বিবেচনাধীন রেখে সমাধান করা। এই
সমাধান পরিষ্কার ইংরেজীতে লিখতেও হবে।
বাংলাদেশে জি আর ই পরীক্ষাকেন্দ্র
আমেরিকান অ্যালামনাই এ্যাসোসিয়েশন
বাসা নং- ১৪৫, রোড নং- ১৩বি, ব্লক- ই,
বনানী, ঢাকা-১২১৩।
টেলিফোনঃ (৮৮০-২) ৯৮৮১৬৬৯
ফ্যাক্সঃ (৮৮০-২) ৯৮৮১৬৬৯
ই-মেইলঃ [email protected]
সপ্তাহে তিন দিন
এই পরীক্ষা কেন্দ্র বন্ধ থাকেঃ শুক্রবার, শনিবার ও রবিবার। বাকি চার দিন এখানে পরীক্ষা গ্রহন করা হয়, তবে একজন
পরীক্ষার্থী মাসে শুধু একবার এবং বছরে মাত্র পাঁচবার পরীক্ষা দিতে পারবেন। এর বেশি
তাকে পরীক্ষা দিতে দেয়ার সুযোগ দেয়া হয় না।
দুইটি সেশনে
পরীক্ষা নেয়া হয়ঃ সকাল ৯.০০ মিনিটে এবং দুপুর ১.৩০ মিনিটে।
জি আর ই করে
আমেরিকা যেতে খরচের বিস্তারিতঃ (আনুমানিক)
- জি আর ই রেজিস্ট্রেশন ফি = $ ১৮৫ (প্রায় ১৪,৮০০ টাকা)
- টোয়েফেল রেজিস্ট্রেশন ফি = $ ১৫০ (প্রায় ১২,০০০ টাকা)
- বিশ্ববিদ্যালয়ে (চারটিতে) আবেদন ফি = $ ২৫ X ৪ = $ ১০০ (প্রায় ৮,০০০ টাকা)
- আবেদন পাঠানোর খরচ (চারটি ঠিকানায়) = ২,০০০ টাকা X ৪ = ৮,০০০ টাকা
- সার্ভিস ফি = ১৬,০০০ টাকা
- ভিসা ইন্টারভিউ ফি = ৯,০০০ টাকা
- প্লেন ফেয়ার = ৭০,০০০ টাকা
- মোট = ১,৩৭,৮০০ টাকা
এখানে যে খরচের
চিত্র দেখানো হলো, বাস্ততে তার সাথে
কিছু পার্থক্য হতে পারে। যেমন, প্লেনের টিকেটের
দাম নির্ভর করে কোন সময়ে টিকেট কাটা হচ্ছে এবং কোন এয়ারলাইন্সে কাটা হচ্ছে। ভিসা
ইন্টারভিউ ফি বর্তমানে কিছু বাড়ানো হয়েছে। আর সব খরচ মোটামুটি একই রকম।
জি আর ই পেয়িং
সিস্টেম (চেকের মাধ্যমে)
জি আর ই
সেন্টারের ঢাকা অফিস থেকে চেক সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে আপনার গন্তব্যস্থল-এ
পাঠানো যায় অথবা অতিরিক্ত টাকার বিনিময়ে ইউএস অবস্থিত জি আর ই সেন্টারগুলোর
মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পেমেন্ট পোঁছিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
যদি ইউএস অফিস
মাধ্যমে পেমেন্ট পৌঁছানোর দুটি উপায় রয়েছে-
- চেক সার্ভিসের ক্ষেত্রে ২০০০ টাকা অতিরিক্ত লাগবে।
- উদাহরনস্বরূপ, $৭৫ ডলারের চেকের জন্য ৭৫০০ টাকার সাথে আরো ২০০০ টাকার লাগবে
- ইউএসএ অফিসে অনুরোধ অনুসারে $১২ ডলার অতিরিক্ত পে-এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চেক পাঠানো যাবে।
জি আর ই পেয়িংসিস্টেম (টেলিফোনের মাধ্যমে)
উল্লে্খ্য যে,
ফোনের মাধ্যমে ক্রেডিক
কার্ড ইনফরমেশন সবসময় প্রতারণার ঝুঁকি থাকে। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি
টেলিফোন ব্যতিত অন্য কোন মাধ্যমে পেমেন্ট করেননি। বাংলাদেশের একমাত্র জি আর ই
সেন্টার এ সার্ভিস দিয়ে থাকে।
ফোনের মাধ্যমে জি
আর ই এএসআর অর্ডার প্লেসিং-এর জন্য
এই সেবা পেতে
লাগবে
- টোফেল একাউন্ট ইউজারনেম
- একাউন্ট পাসওর্য়াড
- আপনি যে তারিখের পরীক্ষার স্কোর পেতে চান সেই তারিখ (টোফেল ছাড়া অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
- জি আর ই সেন্টার আপনার টোফেল কপির জন্য অনলাইনে পেমেন্ট করবে।
- ইটিএস সাধারণত ১৪ দিনের ভিতর টোফেল পেপার পাঠিয়ে থাকে। অর্ডারের দিন থেকে ৫ দিনের ভিতর এবং সর্বোচ্চ ১ মাসের অর্ডার এবং রিসিপ্ট কার্যক্রম সম্পাদন করা হয়।
- ইউএস অফিসে স্কোর কার্ড পোঁছানোর পর ৩ দিনের ভিতর ফেডেক্স কুরিয়ারের মাধ্যমে ঢাকায় পাঠনো হয়।
- ঢাকা অফিস থেকে পেপার কপি সংগ্রহ করতে হবে।
নোট: জি আর ই
স্কোর পেপার ইউএসএ অফিস থেকেও সংগ্রহ করা যাবে।
যে সকল তথ্যের
জন্য ইটিএস হেড কোয়াটার থেকে কল করা হয়-
- জি আর ই রেজিস্ট্রেশন অনলাইন কনফার্মেশন অথবা রেজিস্ট্রেশন নাম্বার
- নামের প্রথম, মধ্যম এবং শেষ অংশের জন্য
- জন্ম তারিখ
- লিঙ্গ
- ই-মেইল
- ঠিকানা লাইন-১
- ঠিকানা লাইন-২
- সিটি/শহর
- জিপ/পোষ্টাল কোড
- ফোন নং
- অতিরিক্ত ফোন নং
- জি আর ই-এর তারিখ
- ভার্বাল, কোয়ানটিটেটিভ এবং রাইটিং সেকশনের স্কোর
- ই-মেইল আইডি
- মাই জি আর ই ইউজার নেম
- মাই জি আর ই পাসওয়ার্ড
প্রচলিত পরীক্ষা
পদ্ধতির সাথে জি আর ই, জিম্যাট এর কিছু
পার্থক্য আছেঃ
- প্রচলিত পরীক্ষা হয় কাগজ কলমে, আর জি আর ই, জিম্যাট পরীক্ষা হয় কম্পিউটারে।
- আপনি একবারে মাত্র একটি প্রশ্ন দেখতে পাবেন। আগের জি আর ই (২০১১ এর অগাস্টের আগে) ছিল সিএটি বা Computer Adaptive Test (CAT) ধরণের, যার অর্থ হলো কম্পিউটার আপনার উত্তরের উপর নির্ধারণ করবে যে পরবর্তীতে আপনাকে কেমন প্রশ্ন দেবে। আপনি যদি কোন প্রশ্নের উত্তর ভুল করেন তাহলে পরেরটা সহজ এবং কোনটা সঠিক হলে পরেরটা একটু কঠিন হতো। কিন্তু বর্তমান জি আর ই তে CAT ব্যবহৃত হয় না। বরং এখানে যা হয় তাকে বলে MST, Multi-Stage Testing । বর্তমানে দুটি ভার্বাল ও দুটি ম্যাথ সেকশন থাকে। যদি প্রথম ভার্বাল অংশটায় আপনার পারফর্ম্যান্স ভালো হয় তাহলে পরেরটা কঠিন হবে, এবং বিপরীতক্রম। একই কথা সত্য ম্যাথ অংশের জন্যও।
- সনাতন পরীক্ষায় আপনি জানতে পারবেন যে কোন প্রশ্নের জন্য কত মার্কস। কিন্তু জি আর ই বা জিম্যাটে ঠিক এভাবে জানা যায় না। আপনার সামগ্রিক পারফর্ম্যান্স বিবেচনা করে কম্পিউটার একটি স্কোর দাঁড় করায়, যা নির্দিষ্ট সূত্র মেনে চলে।
- পরীক্ষার হলে কক্ষপরিদর্শক বা ইনভিজিলেটররা থাকেন। জি আর ই পরীক্ষার হলে একটি সাইবার ক্যাফের মতো রুমে সবাইকে আলাদা আলাদা কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হয়, এবং ইনভিজিলেটররা বাইরের রুমে থাকেন। প্রত্যেক পরীক্ষার্থীর কর্মকাণ্ড তারা ক্লোস সার্কিট ক্যামেরায় দেখতে পারেন।
- প্রচলিত পরীক্ষায় ভাবমূলক বা সাবজেকটিভ ধরণের প্রশ্ন থাকতে পারে, যার উত্তর এক এক রকম হলে মার্কস ও এক এক রকম হতে পারে। জি আর ই বা জিম্যাটের অ্যানালাইটিক্যাল রাইটিং অংশ ছাড়া ম্যাথ ও ভার্বাল অংশের সব প্রশ্নই অবজেকটিভ ধরণের হবে, অর্থাৎ এক বা একাধিক উত্তর থাকবে কিন্তু ঠিক ওগুলোই সঠিক উত্তর। এক এক জন একেক রকম উত্তর দিয়ে সঠিক মার্কস পেতে পারবে না।
- GRE Analytical Writing
- GRE Verbal
- GRE Quantitative (math section নামেই বেশি পরিচিত)
১। রাইটিং অংশে
ইস্যু ও আর্গুমেন্ট এই দুই ধরনের লেখা লিখতে হবে কম্পিউটার কী-বোর্ড দিয়ে।
২। GRE ভার্বাল অংশেযা যা থাকবে
- Reading comprehension from short, medium or long passages (জি আর ই’র মোট ভার্বাল প্রশ্নের অর্ধেকই হবে এরকম প্রশ্ন)
- Text Completion বা এক কথায় শূন্যস্থান পূরণ। তবে বাক্যের মধ্যে একটি, দুইটি এমনকি তিনটি পর্যন্ত শূন্যস্থান থাকতে পারে।
- Sentence Equivalence: একটা বাক্যের মধ্যে একটি শূন্যস্থান থাকবে, নীচে ছয়টি শব্দ অপশন দেওয়া থাকবে যার মধ্যে যে কোন দুটি হবে সঠিক এবং চারটি ভুল।
৩। GRE ম্যাথ অংশে যাযা থাকবে
- Quantitative comparison. পাশাপাশি দুটি কলাম (এ এবং বি) দিয়ে বলবে কোনটা বড় বের কর।
- Discrete mathematical problems: সরাসরি অংক কষে তার উত্তর বের করতে হবে।
- Data Interpretation: গ্রাফের মধ্যে ডাটা দিয়ে সেগুলো থেকে সংখ্যায় উত্তর বের করতে হবে
- Numerical Input: অংক করে উত্তর একটি বক্সের মধ্যে বসাতে হয়। অর্থাৎ, কোন অপশন দেওয়া থাকবে না।
প্রয়োজনীয়
বইগুলোকে চার ভাগে ভাগ করা হয়। গুরুত্ব অনুসারে এগুলো এরকম (প্রথমটা সবচেয়ে
গুরুত্বপূর্ণ)
A) ইংরেজী শব্দ
ভাণ্ডার বা ভোকাবুলারি (vocabulary) সমৃদ্ধ করার বই
B) জি আর ই’র verbal অংশের জন্য বই
C) জি আর ই’র Quantitative বা math অংশের জন্য বই
D) জি আর ই’র Analytical writing অংশের জন্য বই
A) Vocabulary সমৃদ্ধ করার বই
বাজারে অসংখ্য বই
পাওয়া যায় ওয়ার্ডলিস্ট বা ভোকাবুলারি সমৃদ্ধ করার জন্য। বাংলাদেশের সবচেয়ে
বেশি বিক্রিত ভোকাবুলারি’র বইয়ের দুটি
হলো সাইফুর’স ভোকাবুলারি বই
এবং প্রিন্সটন রিভিউ থেকে প্রকাশিত ওয়ার্ডমাস্টার বই। সাইফুরস এর বইটা একদম
নবীনদের জন্য ভালো, যাদের হয়ত
ইংরেজী শব্দ বানান করে করে পড়তে হয়। কিন্তু যারা GRE বা SAT’র মতো পরীক্ষায় বসতে চান, তাদের একটু
সমৃদ্ধতর বইয়ের দিকে যাওয়াই উচিত।
১. শব্দগুলোকে
গ্রুপ করে পড়ার জন্য সংগ্রহ করতে পারেন জি আর ই সেন্টার থেকে প্রকাশিত ওয়ার্ড
পোস্টার (1B) , এবং ফরহাদ হোসেন
মাসুম রচিত Vocabuilder বই (1A)। শব্দ মনে রাখার সবচেয়ে বৈজ্ঞানিক উপায় হলো শব্দের গঠন ভেঙ্গে ভেঙ্গে তার মূল
বা রুট দিয়ে মনে রাখা, এবং সমজাতীয়
শব্দগুলো এক সাথে পড়া। এই বই দুইটিতে শব্দের মূল (root) নিয়ে আলোচনা না করলেও সমজাতীয় ও পরষ্পর
সম্পর্কযুক্ত শব্দগুলোকে এক সাথে আলোচনা করা হয়েছে বলে অল্প সময়ে অনেকগুলো শব্দ
মনে রাখা যায়।
২. শব্দের উৎস ও suffix
(শব্দের শেষে বসা অংশ),
prefix (শব্দের শুরুতে বসা অংশ)
ইত্যাদি দিয়ে বোঝা যায় একটি শব্দ কিভাবে গড়ে ওঠে এবং পরিবর্তিত হয়। এসব নিয়ে
আলোচনা করা হয়েছে Word power made easy (by Norman Lewis) বইটিতে (1C), যা ভোকাবুলারির দখল বাড়ানোর জন্য পৃথিবীর
সবচেয়ে জনপ্রিয় বইগুলোর একটি। বইটির শেষে কিন্তু বিশেষ একটা শব্দ তালিকা দেওয়া
আছে, যা জি আর ই শিক্ষার্থীদের
অবশ্যই জানা থাকা উচিৎ।
৩. বাংলাদেশী
লেখক এস এম জাকির হোসেন খুব সুন্দর তিনটি বই লিখেছেন যেখানে শব্দগুলোকে তাদের root,
suffix, prefix ইত্যাদির
সাহায্যে আলোচনা করা হয়েছে। বইয়ের নাম Word Learning Magic, book 1, 2, 3
(1D)।
B) জি আর ই’র Verbal অংশের জন্য বই
Verbal অংশে ভালো করার
জন্য আমাদের নির্বাচিত বইগুলো নীচে দেওয়া হলো।
১. যারা উচ্চ
স্কোর (330+) করতে চান তাদের
প্রথম থেকেই Manhattan সিরিজ ভালো করে
পড়া উচিত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ Unofficial গাইড। (2A)
২. ETS থেকে প্রকাশিত Official Guide (2B)
৩. Princeton
Review Cracking the new GRE (2C)
৪. Barron's
New GRE (2D)
প্র্যাকটিসের
জন্য সংগ্রহ করতে হবে:
৫. ETS
GRE big book (2E)
৬. Princeton
1014 (2F)
কম গুরুত্বপূর্ণ:
৭. Peterson's
GRE (2G)
৮. Kaplan
GRE (2H)
৯. Grubber's
GRE (2I)
C) জি আর ই’র Quantitative বা Math অংশের জন্য বই
১. ম্যাথের জন্য
সবচেয়ে ভালো বই হবে জি আর ই সেন্টার থেকে প্রকাশিত Math for GRE/GMAT
Tests
২. Manhattan
GRE
৩. ETS
official guide
এ ছাড়া, নবম শ্রেণীর বীজগণিত ও জ্যামিতি বইয়ের অংক ও
সূত্রগুলো দেখে রাখতে হবে।
প্র্যাকটিসের
জন্য:
৪. Leaked
out GRE Maths (জি আর ই সেন্টার
থেকে প্রকাশিতব্য)
৫. Princeton
1014
৬. Data
Interpretation এর জন্য Big
Book
D) জি আর ই’র Analytical Writing অংশের জন্য বই
১. Official
Guide
২. Kaplan
GRE
GRE In Bangladesh সম্পর্কিত লেখাটি সম্পর্কে আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কে কমেন্টসের মাধ্যমে জানান। আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।
GRE In Bangladesh সম্পর্কিত লেখাটি সম্পর্কে আপনার কোন মন্তব্য বা পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কে কমেন্টসের মাধ্যমে জানান। আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই