কাদেরের শারীরিক অবস্থা প্রধানমন্ত্রীকে জানালেন ডা. শেঠি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। সোমবার (০৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. দেবী শেঠি।
গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ নিতে সোমবার দুপুরে ঢাকায় পৌঁছান ভারতের কার্ডিয়াক সার্জন ডা. শেঠি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণ করে বিকেলে প্রধানমন্ত্রীকে সেই বিষয়ে অবহিত করেন ডা. শেঠি।
কোন মন্তব্য নেই