পাকিস্তানি ড্রোন ভূপাতিত করার দাবি ভারতের (ভিডিও)
ভারতের বিমানবাহিনীর দাবি, তারা একটি পাকিস্তানি পাইলটবিহীন বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
ড্রোনটি সোমবার সীমান্ত অতিক্রম করে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ার পর সেটিকে গুলি করা হয় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
এ ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আবার তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই-৩০ যুদ্ধবিমান দেশটির উত্তরাঞ্চলীয় রাজস্থান রাজ্যের বিকানার শহরের কাছে পাকিস্তানি ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি সে দেশের আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের ওপর পাকিস্তানভিত্তিক একটি জঙ্গিগোষ্ঠী ভয়াবহ বোমা হামলা চালায়।
ওই ঘটনায় ৪৪ জওয়ান নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এর পর পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের বালাকোটে ওই জঙ্গিগোষ্ঠীর একটি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালিয়ে শত শত জঙ্গিকে হত্যা করার দাবি করলে উত্তেজনা তুঙ্গে ওঠে।
গত সপ্তাহে পাকিস্তান বিমানবাহিনী সে দেশের আকাশসীমায় প্রবেশকারী একটি ভারতীয় জঙ্গিবিমান ভূপাতিত করে এর পাইলটকে আটক করে।
শুক্রবার ওই পাইলটকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করে ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সদিচ্ছার নিদর্শন হিসেবে ওই পাইলটকে মুক্তি দেয়া হয়েছে।
অবশ্য পাইলটকে হস্তান্তর করার পরও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলির লড়াই করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
কোন মন্তব্য নেই