আপনার স্বামী ভাগ্যবান, কাদেরের স্ত্রীকে দেবী শেঠি
গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা পরীক্ষা করেছেন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। আজ ৪ মার্চ, সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতীয় এই চিকিৎসক।
এ সময় ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন নেসাকে দেবী শেঠী বলেন, ‘ইওর হাজব্যান্ড ইজ লাকি (আপনার স্বামী ভাগ্যবান)। এখানে যে চিকিৎসা করা হয়েছে এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই। তিনি এখন নিরাপদ অবস্থায় আছেন।’
পরে হাসপাতাল থেকে বের হওয়ার সময় ওবায়দুল কাদেরের স্ত্রী বলেন, ‘ডাক্তার বলেছেন উনার (কাদের) অবস্থার উন্নতি হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। আমার আর কিছু চাওয়ার নেই।’
কোন মন্তব্য নেই