অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘ডার্ক মোড’ নিয়ে এল ফেসবুক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘ডার্ক মোড’ নিয়ে এল ফেসবুক



সারাদিনে সব ব্যস্ততার মধ্যে ফেসবুক-ম্যাসেঞ্জারে একটু ঢুঁ না মরালে হয় না। বলতে গেলে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা এখন হয় ভার্চুয়াল এই জগতেই। রাতভরও চলে চ্যাটিং। এতে চোখের ওপর চাপটাও কম পড়ে না। এজন্য  বহু দিন ধরেই দাবি উঠেছিল ফেসবুকে ব্যবহারকারীদের জন্য ‘ডার্ক থিম’ নিয়ে আসার জন্য। 

অবশেষে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘ডার্ক মোড’ নিয়ে এল ফেসবুক। ফেসবুক ম্যাসেঞ্জারে ব্যবহার করা যাবে এই থিম।



ডার্ক মোড চালু করতে হলে সবার আগে ম্যাসেঞ্জার অ্যাপ আপডেট করতে হবে। এরপর মেসেঞ্জারে গিয়ে যে কোনো একটি চ্যাটে ক্লিক করতে হবে। সেখানে মেসেজ লেখার জায়গায় পাঠাতে হবে একটি অর্ধেক চাঁদের ইমোজি। সেটি পাঠানো হলেই মেসেঞ্জারের উপর থেকে ঝাঁকে ঝাঁকে অ্যানিমেটেড চাঁদ নেমে আসবে। তারপরেই অপশন আসবে সেটিংসে গিয়ে এই ডার্ক মোডটি চালু করার জন্য

কোন মন্তব্য নেই