বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর যৌথ অনুশীলন
ভারতীয় সেনাবাহিনীর ১৭০ সদস্যের একটি দল বাংলাদেশে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’-এ অংশগ্রহণ করছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ এ অনুশীলন ২ মার্চ থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।
বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এর আগে ১ মার্চ সেনাবাহিনীর দলটি ভারতীয় বিমানবাহিনীর বিশেষ আইএল-৭৬ বিমানে করে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
৮ম পর্যায়ের এই যৌথ প্রশিক্ষণ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রীতি অনুশীলনের ইতিহাসে প্রথমবারের মত দুই দেশের সেনাবাহিনী ভূমিকম্প ও বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ বিষয়ক অনুশীলন পরিচালনা করবে।
কোন মন্তব্য নেই