GPH ispat – এসো রবোট বানাই" এর Prize Giving Ceremony অনুষ্ঠিত হয়েছে গতকাল ৩০ ই জানুয়ারি,RUETক্যাম্পাসে
GPH Group নিবেদিত "GPH ispat – এসো রবোট বানাই" এর "Roadshow Prize Giving Ceremony of 19th January Hackathon" অনুষ্ঠিত হয়েছে গতকাল ৩০ ই জানুয়ারি, Rajshahi University of Engineering and Technology (RUET) ক্যাম্পাসে। Dpt. of MTE এবং Robotic Society of RUET ৭২ ঘণ্টার ভেতর সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আইডিয়া নিয়ে তৈরী করেছে ৫টি রোবট।
এই অনুষ্ঠানে ১৯ই জানুয়ারিতে অনুষ্ঠিত হ্যাকাথন রাউন্ডের বাছাইকৃত আইডিয়া প্রদানকারী এবং Robotic Society of RUET কে পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: সজল কুমার দাস, Departmental Head (Dpt. of Mechatronics Engineering । এছাড়া আরো উপস্থিত ছিলেন গালিব মোহাম্মদ (GM , Marketing & Sales GPH Ispat Ltd.), এ হক মাসুদ(AGM, Brand , GPH Ispat Ltd.), প্রফেসর ড: মো: শামীমুর রহমান, ডিন (Dpt. of Mechatronics Engineering),প্রফেসর ড: মো: সেলিম হোসেন, Register (Acting), প্রফেসর ড: মো: রবিউল আওয়াল, Director (Student welfare), মেহ্দী শামস (Co-Founder & President, CRID USA) এবং তাহের শিপন (Chief Event Coordinator, Channel i)
কোন মন্তব্য নেই