নাইকি'র জুতোর লোগোতে হুবহু আল্লাহু লেখা
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির নতুন একটি জুতোর লোগো হুবহু আল্লাহু লেখার মতো হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে।
মার্কিন গণমাধ্যম বলছে, ট্রেইনার মডেলের নাইকি এয়ার ম্যাক্স 270 জুতাটি নিয়েই এত উত্তেজনা। এরই মধ্যে জুতাটি বাজার থেকে প্রত্যাহারের দাবি তুলেছেন মুসলিমরা।
এঘটনাকে শান্তিযোগ্য অপরাধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে পিটিশন চালু করেছেন সাইগা নোরিন নামে এক নারী ক্রেতা।
এরই মধ্যে যাতে সই করেছেন অন্তত ৮ হাজার মানুষ। নোরিনের দাবি, ইসলামের প্রতি নাইকির অবজ্ঞাসূচক মনোভাব থেকেই এ কাজটি করেছে তারা।
কোন মন্তব্য নেই