চীনে গাধা রপ্তানি করবে পাকিস্তান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনে গাধা রপ্তানি করবে পাকিস্তান

চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধ‌ুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরনো। এবার এই সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে গাধা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।  



পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া লাইভস্টক ডিপার্টমেন্ট জানিয়েছে, এ বিষয়ে অচিরেই চীনা সরকারের সঙ্গে চুক্তি সই হবে। 

জানা গেছে, একাধিক গাধা-পালন প্রকল্পও চালু করছে পাকিস্তান। চীনে বিভিন্ন ধাপে গাধা রপ্তানি করবে দেশটি। প্রথম পর্যায়ে দুর্বল গাধাদের পাঠানো হবে।

জিও টিভি বলছে, প্রথম তিন বছরে ৮০ হাজার গাধা চীনে পাঠানো হবে। এর জন্য পাকিস্তানে গাধা-পালন ফার্মে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা সংস্থা। 

সূত্র : নিউজ ১৮


কোন মন্তব্য নেই