সবজির দাম কিছুটা বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সবজির দাম কিছুটা বেড়েছে



রাজধানীর কাঁচাবাজারে গত দুই দিনের তুলনায় অধিকাংশ সবজির দাম ৫ থেকে ৭ টাকা বেড়েছে।

শুক্রবার সকালে রাজধানীর জিগাতলা, রায়েরবাজার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।



বাজারে গিয়ে দেখা গেছে, লাউয়ের দাম প্রতি পিস ৫ টাকা বেড়ে ৪০ থেকে ৪৫ টাকায়, শশা কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু হালিতে ৫ টাকা বেড়ে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া বেগুনের দাম প্রকারভেদে ৩৫ থেকে ৪০ টাকায়, টমেটো ৩০ টাকায়, পটল ৭০ টাকায়, বরবটি ১০০ থেকে ১২০ টাকায় এবং সিম ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচ ৭০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৫৫ টাকা, গাজর ৪০ টাকা, দেশি গাজর ৫০ টাকা, আলু ১৫ টাকা কেজি দরে, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ২৫ থেকে ৩০ টাকা, প্রতি পিস ফুলকপি ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

ধনিয়াপাতা এক মুটি ১০ টাকা, কাচ কলা হালি ২৫ থেকে ৩০ টাকা, কচুর ছড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৩৫ টাকা, কক মুরগি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ও খাসির মাংস সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।



কোন মন্তব্য নেই